বাসচাপায় হেফজখানার শিক্ষার্থী হত্যার ঘটনায় চালক ও হেলপার আটক

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ এপ্রিল, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর নতুন ব্রিজে ৭ বছর বয়সী শিশু হেফজখানার শিক্ষার্থী আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় চালক ও হেলপারকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আটক করেছে র‌্যাব। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বহদ্দারহাট বাস টার্মিনালের বিপরীতে স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বাসচালক মো. বেলাল হোসেন ওরফে মানিক (২৩) ও হেলপার মো. সোহেল (২৩)।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মো. আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ৭ বছরের শিশু হেফজখানার শিক্ষার্থী আদিবকে বাসচাপা দিয়ে হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে তারা বার বার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে। পরে গোপন খবরের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে নগরীর স্বাধীনতা পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরীর নতুন ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের চাপায় ৭ বছর বয়সী হেফজখানার শিক্ষার্থী আদিবের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আদিবের চাচা চট্টগ্রাম জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশন সদস্য মো. শাহজালালও আহত হন।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তা মোরশেদের মৃত্যুতে কারো প্ররোচনা নেই
পরবর্তী নিবন্ধবাজার ঘুরে ‘পজিটিভ নিউজ’ চাইলেন বাণিজ্যমন্ত্রী