বালুখালী সমাজ কল্যাণ পরিষদের শিক্ষা সামগ্রী বিতরণ

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

হাটহাজারীর বালুখালী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষা সমগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ উপলক্ষে সংগঠন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিংকু বড়ুয়া। সভার উদ্বোধন করেন গুমানমর্দ্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল, প্রধান বক্তা ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সীস মন্ডল, শিমুল মুহুরী, আবু মোহাম্মদ ফোরখান, দিদারুল আলম চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ রাউজানে মতি ফকিরের ওরশ কাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন