বালিকা উড়াবে না আঁচল

আঁখি আলম | রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

কালো মেঘ ফিরে যাও
বর্ষারা ঝরোনা এখানে।
ফিরে যাও পূবালী হাওয়া,
বালিকা উড়াবে না আঁচল।

মেহেদীর কুশি পাতা
তুমিও মুছে ফেলো খয়েরী রঙ,
তরুণীর প্রেমময় করতল
ছোঁবে না তোমার প্রেম।

নদীরা ভরাট হও
স্রোত ভুলে বসে থাকো বটের ছায়ায়।
রুপোলি ইলিশ ডিম নিয়ে ফিরে যাও সাগরের বুকে।
এখন গ্রহণের কাল…।

পূর্ববর্তী নিবন্ধপথের শেষে তুমি
পরবর্তী নিবন্ধশুভেচ্ছা জননেত্রী