বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ জয়

‘সি’ গ্রুপে বদরুল আনোয়ার বিজয়ী

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

 

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল। মোট ১৪ পদের বিপরীতে এবারের নির্বাচনে সাধারণ ৭ টি আসনের (দেশজুড়ে) মধ্যে ৪টি, গ্রুপভিত্তিক ৭ টির মধ্যে ৬ টিসহ ১০ টি পদে জয়ী হয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। অপরদিকে সাধারণ তিনটি, অঞ্চলভিত্তিক একটিসহ চারটি আসন পেয়েছেন বিএনপি ও সমমনা সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা।

গত ২৯ মে বার কাউন্সিলের নতুন ভবনে কাউন্সিলের চেয়ারম্যান ও এটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ আসনে বঙ্গবন্ধু আইনজীবী সমন্বয় পরিষদের মোহাম্মদ সাঈদ আহাম্মদ রাজা (১৭৪৩৩), সৈয়দ রেজাউর রহমান (১৭০৯৩), মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল (১৬৮৪৪) এবং মোহাম্মদ রবিউল আলম বুদু (১৫০২৭) এবং আঞ্চলিক আসনে গ্রুপ ‘এ’ তে আব্দুল বাতেন, গ্রুপ ‘বি’ তে মোহাম্মদ জালালউদ্দিন খান, গ্রুপ ‘ডি’ তে এ এফ এম রুহুল আনান চৌধুরী, গ্রুপ ‘ই’ তে আনিছ উদ্দিন আহমেদ সহিদ, গ্রুপ ‘এফ’ এ মোহাম্মদ একরামুল হক এবং গ্রুপ ‘জি’ তে মোহাম্মদ আব্দুর রহমানসহ ১০ জন সদস্য নির্বাচিত হন। অপরদিকে বিএনপিজামাত সমর্থিত জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ আসনে ৩ জন ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন (১৬৮১১), ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল (১৫৯৬৫) ও জয়নাল আবেদিন (১৪৭৯৬) এবং বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত ‘সি’ গ্রুপে ঐক্য পরিষদের প্রার্থী এ এস এম বদরুল আনোয়ার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের মুজিবুল হককে ১৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধঅনুসন্ধানী সাংবাদিকতা তুলে আনে মানুষের না বলা কাহিনী : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধঝড়ো হাওয়ার শঙ্কা