ঝড়ো হাওয়ার শঙ্কা

বন্দরে ৩ নং সতর্ক সংকেত

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩১ মে, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

 

 

 

দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার কারণে সমুদ্রবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়, আজ চট্টগ্রামে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে অধিকাংশ জায়গায় দমকা/ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তী নিবন্ধবার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের নিরঙ্কুশ জয়
পরবর্তী নিবন্ধ১১ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি দুদক