বার্ন ইউনিটের প্রস্তাবিত জায়গা থেকে তিনশ অবৈধ ঘর উচ্ছেদ

গোঁয়াছি বাগান এলাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৪:৫১ পূর্বাহ্ণ

বিশেষায়িত বার্ন ইউনিট গড়ে স্থাপনের জন্য চূড়ান্ত করা গোঁয়াছি বাগান এলাকায় কাঁচা ও আধা পাকাসহ অবৈধভাবে গড়ে ওঠা তিন শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন।

এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপতালের প্রায় পাঁচ একর জমি উদ্ধার হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বলেন, চীনা অর্থায়নে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট নির্মাণের জন্য এই জায়গাটি প্রস্তাবিত। কলেজ কর্তৃপক্ষ অবৈধ দখলকারীদের বারবার নোটিশ দেওয়ার পরও কাজ হয়নি। সর্বশেষ গত ২০ মার্চ পর্যন্ত ছিল এই সময়সীমা। সময়সীমা শেষ হওয়ায় অভিযানটি পরিচালনা করা হয়েছে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

তিনি বলেন, অভিযানে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পৃথক পৃথক টিম সহায়তা করেন। জানা গেছে, তিনশ’র মতো এসব স্থাপনার বেশির ভাগ গড়ে তুলে ভাড়া দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মচারীরা। যার সবটাই অবৈধ বলে জানায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

পূর্ববর্তী নিবন্ধনামছে সুপেয় পানির স্তর, উপকূলে তীব্র হচ্ছে সংকট
পরবর্তী নিবন্ধমুরগি বিক্রির সময় যেভাবে বাড়ে ওজন