বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫২তম জলসা

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

বারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসা ও এতিমখানার ৫২ তম সালানা জলসা অধ্যক্ষ মাও. আব্দুল খালেক শওকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের মাদ্রাসার পাঠদানের বৈশিষ্ট্য হলো, আমরা শিক্ষার্থীদের কুরান ও হাদিসের দরস দেওয়ার পাশাপাশি আধুনিক ও নৈতিক শিক্ষা দিয়ে থাকি, যাতে করে একজন শিক্ষার্থী সমাজে ও রাষ্ট্রে সুপ্রতিষ্ঠিত হতে পারে এবং সর্বোপরি সুন্দর জীবন গঠন করতে পারে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবু তাহের মাহমুদ, মাও. শেখ সরোয়ার হোসেন, আলী হোসেন আরিফ। আলোচক হিসেবে ছিলেন, ছোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার মাও. কাজী মুঈনুদ্দিন আশরাফী, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও. মহিউদ্দিন হাশেমী, কদমরসূল হামেদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও. মাহমুদুল হক এবং সাবেক শিক্ষার্থীবৃন্দ। সভার কর্মসূচির মধ্যে ছিলোখতমে খাজেগান, খতমে কুরআন, খতমে দোয়া ইউনুস, মজমুয়ায়ে সালাওয়াতে রাসূল (.),খতমে বোখারী শরীফ, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দেয়ালিকা প্রদর্শন। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদ মডেল স্কুলে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শীর্ষক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধত্রিতরঙ্গের তিন মাস ব্যাপী কর্মশালা উদ্বোধন