বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রেস বাংলাদেশ আয়োজিত এবং অদম্য আগামীর ব্যবস্থাপনায় বারকোড প্রেজেন্টস চট্টগ্রাম মাউন্টেন বাইক চ্যাম্পিয়নশিপ কাল ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে। দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা ৩১ ডিসেম্বর শেষ হবে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অদম্য আগামীর সভাপতি তারেক জুয়েল,রেস বাংলাদেশের পরিচালক সাজনান মোহাম্মদ নিবিড়, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন,ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। সংবাদ সম্মেলনে জানানো হয় সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তারাখোলাতে এ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশ থেকে ৯৪ জন মাউন্টেন বাইক রেসার এতে অংশ নেবেন। ১ জন মহিলা প্রতিযোগী এতে অংশ নিচ্ছেন। চট্টগ্রাম থেকে সর্বোচ্চ ৪৫ জন মাউন্টেন বাইকার থাকবেন এতে। তারাখোলাতে এ উপলক্ষে ৯ কিলোমিটার দীর্ঘ ট্র্যাক তৈরি করা হয়েছে। ল্যাপ সিস্টেমে প্রতিযোগিদের ৪০ কিলোমিটার দীর্ঘতায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। রেস বাংলাদেমের আয়োজনে সারা দেশে বাইসাইকেল রেস আয়োজনের তৃতীয় জেলা হিসেবে চট্টগ্রামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরিবেশ বান্ধব সাইকেল ব্যবহারের প্রচার এবং তরুন সমাজকে সুস্থ থাকার জন্য সাইক্লিং এ আগ্রহী করে তোলার জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে উদ্যোক্তারা জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অদম্য আগামীর উপদেষ্টা সাজেদুল হক, প্রোগ্রাম ডিরেক্টর এম এ আশেক চৌধুরী আপন,ডিরেক্টর মারিয়াম তাবাস্সুম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আতিকুল লিমন।