পরিবেশ দূষণের অন্যতম একটি কারণ বায়ু দূষণ। বর্তমানে এ দূষণ অতিমাত্রায় বেড়েছে। কিন্তু এ দূষণ রোধে কোনো উপযুক্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিভিন্ন কারণে বায়ু দূষণ হয়ে থাকে। তারমধ্যে অন্যতম হলো বৃক্ষ নিধন। এছাড়াও পুরানো ও রক্ষণাবেক্ষণহীন যানবাহনের ধোঁয়া, শিল্প কল–কারখানা থেকে নির্গত ধোঁয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ, শহরে ব্যাপক নির্মাণ কাজ চলতে থাকলে ধুলোবালি ও অন্যান্য দূষিত পদার্থ, আবর্জনা এবং অন্যান্য বর্জ্য পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া এবং গ্যাস বায়ু দূষণ ঘটায়। কয়লা, পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, যা গ্রিনহাউস প্রভাবের মাধ্যমে বায়ু দূষণ ঘটায়। তাছাড়া ইটের ভাটা, কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক এবং রাসায়নিক পদার্থ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং দাবানলের মতো প্রাকৃতিক কারণেও বায়ু দূষণ হতে পারে। অতিরিক্ত জনসংখ্যাও বায়ু দূষণের একটি কারণ। বায়ু দূষণের ফলে অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সারের মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ে। হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং ধমনী শক্ত হয়ে যাওয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে। তাই বায়ু দূষণ রোধে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
কাজী মালিহা আকতার
শিক্ষার্থী,
উদ্ভিদবিজ্ঞান বিভাগ,
চট্টগ্রাম কলেজ।