জনগণের ভোট ভাতের অধিকার, দমন–পীড়ন বন্ধ এবং নির্দলীয়–নিরপেক্ষ সরকারের তদারকিতে নির্বাচন দেওয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ এক নগরের বটতলী পুরাতন রেলওয়ে স্টেশন চত্ত্বরে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট জেলার সমন্বয়ক কমরেড আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহা,বাসদের (মার্ঙবাদী) সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ। সভা পরিচালনা করেন রায়হান উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু সরকার সীমাহীন কারচুপির মাধ্যমে আগের দিন রাতেই ভোট ডাকাতি করে অনৈতিকভাবে ক্ষমতার মসনদে আসীন হয়। সাধারণ মানুষের আয় না বাড়লেও, কখনো রাশিয়া–ইউক্রেন যুদ্ধের নামে, কখনো দুর্ভিক্ষের ভয় দেখিয়ে দাম বাড়িয়ে চলছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের। বক্তারা বলেন,সরকারের উচ্ছেদ ও শোষণমূলক পুঁজিবাদী রাষ্ট্র ব্যাবস্থার পরিবর্তন করে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্র্রতিষ্ঠা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাঁরা নিরপেক্ষ–তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান এবং বাম বিকল্প শক্তি গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












