বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক নির্বাচিত হয়েছেন বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ কমরেড আল কাদেরী জয়। আগামী তিন মাস তিনি এই দায়িত্ব পালন করবেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলা শাখার সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব কমরেড শফিউদ্দিন কবির আবিদ। উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি কমরেড অশোক সাহা, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নুরচ্ছাফা ভূঁইয়া, বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












