বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

নিত্যপণ্যের দাম কমানোর দাবি

| শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:৫৭ পূর্বাহ্ণ

স্বৈরতন্ত্র, দুর্নীতি-লুটপাট বন্ধ, নির্দলীয় তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর জেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশ থেকে চলমান দুঃশাসন, দুর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। বাম গণতান্ত্রিক জোট, চট্টগ্রাম জেলার সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলার ইনচার্জ আল কাদেরী জয় এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউদ্দিন কবির আবিদ, সিপিবি চট্টগ্রাম জেলার সদস্য অশোক সাহা। সমাবেশ পরিচালনা করেন বাসদ চট্টগ্রাম জেলার সদস্য রায়হান উদ্দিন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫১ বছরে পুঁজিবাদী শোষণ, বৈষম্য আর দুঃশাসন জনগণের জীবন দুর্বিষহ করে তুলেছে। একদিকে জিডিপি আর মাথাপিছু আয়ের গল্প, উন্নয়নের নামে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, দেশ থেকে টাকা পাচার, বৈদেশিক ঋণ নিয়ে মেগা প্রকল্প, ব্যাংকের টাকা আত্মসাৎ অন্যদিকে শ্রমিক কৃষক, মধ্যবিত্তের দুর্দশা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, শিক্ষা চিকিৎসার খরচ বৃদ্ধি, নারীর নিরাপত্তাহীনতা সমান তালেই বাড়ছে। কখনও করোনার অজুহাত, কখনও রুশ-ইউক্রেন যুদ্ধের কথা বলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার তাদের ব্যবসায়ী তোষণ নীতি ও দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছে। সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত এবং চাল, ডাল, সয়াবিন তেলসহ দ্রব্যমূল্যের আকাশছোঁয়া দাম, বাড়ি ভাড়া, শিক্ষা, চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে জনজীবন আজ দিশেহারা। এতে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রজতজয়ন্তী
পরবর্তী নিবন্ধপাহাড়ের মানুষেরা শিক্ষায় আগের চেয়ে এগিয়েছে