চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের রজতজয়ন্তী

চবি প্রতিনিধি | শনিবার , ২৬ নভেম্বর, ২০২২ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ সফলতার ২৫ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে রজতজয়ন্তী উৎসবকে ঘিরে নেয়া হয়েছে দুইদিনব্যাপী কর্মসূচি। প্রথম দিন গতকাল শুক্রবার সকালে জীববিজ্ঞান অনুষদের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরবর্তীতে শহীদ মিনার পর্যন্ত অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এক র‌্যালি। এরপর অনুষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন। বিকালে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন বশেমুরবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, ঢাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. নূরুল ইসলাম নাজেম, জাবি ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো. আলী হায়দার।

পূর্ববর্তী নিবন্ধএতিমদের মাঝে কোতোয়ালী থানা যুবদলের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোটের সমাবেশ