বাবুল-ইলিয়াসের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছাল

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১২ জানুয়ারি, ২০২৩ at ২:১০ অপরাহ্ণ

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। মামলার অপর দুই আসামি হলেন বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ধার্য দিনে মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম নতুন এ দিন ধার্য করেন।

২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার। আসামিদের বিরুদ্ধে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের অভিযোগ আনেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে গণসংবর্ধনা