বাবা

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বাবা আমার

সুখের সকল তুলির আঁচড়রেখা

বাবার হাতের আঙ্গুল ধরে আমার হাঁটতে শেখা।

বাবার কাছে

আমি স্নেহআদুরে তুল তুল,

বাবা আমার বাগান জুড়ে খুশির রঙিন ফুল।

সকল প্রকার

মেনে রীতি নিয়ম ও কৌশলে,

বাবার অসীম সাহস নিয়েই সাঁতার শিখি জলে।

বিকেল বেলার

নিকেল করা খেলার সবুজ মাঠ,

বাবার কাছেই বর্ণমালা শেখার প্রথম পাঠ।

পূর্ববর্তী নিবন্ধআগলে রাখে
পরবর্তী নিবন্ধগানের স্যার