আগলে রাখে

সুজন সাজু | বুধবার , ১৪ জুন, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাবা আমার বাবা,

কত্তো বড় মনটা উদার

যায় না কোন ভাবা।

যার ছায়াতে নির্ভয়,

থাকতে পারি সোহাগ ডোরে

যায় পালিয়ে ডর ভয়।

বাবার কোলে চড়ে,

মনটা কচি সকল শিশুর

প্রাণ আনন্দে ভরে।

আকাশ সমান ছাতি,

থাকলে বাবা অভয় জাগে

হোক না দিবস রাতই।

হাজার বাধা দুখও,

সৎ সাহসে যায় এড়িয়ে

বাবা মানে সুখও।

থাকলে বাবা কাছে,

আসুক না বাঘ তবুও বলো

ভয়টা ছেলের আছে?

বুকটা বাবার আকাশ,

আগলে রাখে সুখ পরমে

যা দিয়ে যায় তা খাস।

পূর্ববর্তী নিবন্ধগরমকালের দুপুর
পরবর্তী নিবন্ধবাবা