বাবা শব্দটি শুধুমাত্র একটি সম্পর্কের নাম নয়। বাবা শব্দটির মাঝে লুকিয়ে আছে নির্ভরতা, বিশ্বাস, ভরসা এবং আস্থা। বাবা হল সেই বটবৃক্ষের মত যে শত প্রতিকূলতার হাত থেকে সন্তানকে আগলে রাখে। আমরা সন্তানরা সবসময় বাবাকে আমাদের জীবনের সুপার হিরো হিসেবেই দেখি। ছোটবেলায় হাত ধরে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে বড়বেলায় যেকোন পদক্ষেপেই আমরা বাবার শরণাপন্ন হই। সবক্ষেত্রে বাবার ভূমিকা অমূল্য। বাবা সেই ব্যক্তি যিনি পরিবারকে একসাথে বেঁধে রাখতে সবসময়ই প্রাণপণ চেষ্টা করেন। নিজের সমস্ত দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা লুকিয়ে গিয়ে হাসিমুখে সন্তানদের সাফল্যের পথে এগিয়ে দেন। পৃথিবীর সকল সন্তানদের কাছেই তার বাবা সর্বশ্রেষ্ঠ। আমার বাবা খুব সহজ, সরল ও সাধারণ। সব সময় শিখিয়েছেন যদি সৎ কাজ করে কষ্টে থাকতে হয় তবুও সৎ কাজ এবং সত্যকথা বলতে। যখনই আমি কোনো ভুল কাজ করে ফেলি তখনই বাবা আমাকে খুবই পরম স্নেহে ভুলগুলোকে শুধরে দেন। বাবা ব্যর্থতার জন্য কখনওই দোষারোপ করেননি। বরং বলেছেন, চেষ্টা চালিয়ে যাও, না পারলে সমস্যা নেই। বাবার কাছে সকল আবদার, অনুরোধ, রাগ, অভিমান করতে পারি। তাঁর কাছে সবচে বেশি বকা খাওয়া যেমন আমার অভ্যাস, তেমনি বাবার কাছ থেকে বেশি আদর আদায় করে নেওয়াও আমার অভ্যাস। সৃষ্টিকর্তার কাছে আরজি জানাই তিনি যেন আমার বাবাকে দীর্ঘজীবী করেন। শেষে বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বাবা নিয়ে উক্তিটি মনে পড়ছে- ‘পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই।’