ছেলেবেলা রঙিন আমার বাবার শাসন আদরে,
বুকের ভেতর এতো খুশি উপচে পড়ে না ধরে!
নিজের হাতে বানিয়ে দিতেন স্বপ্ন মাখা ঘুড়ি,
মাঠ আমাদের মাঠ শুধু নয় হত স্বপ্নপুরী।
আমার হাতে ঘুড়ি থাকত বাবার হাতে লাটাই,
কেমন করে স্বপ্ন ঘুড়ি মেঘের দেশে পাঠাই!
বাইসাইকেলে আমায় নিয়ে বাবা যেতেন হাটে,
হাওয়ায় মিঠাই পেলেই খুশি মন দিতাম খুব পাঠে!
ঈদগাহেতে ছুটে যেতাম বাবার হাতটি ধরে,
খুশিপুরের খুশির আলো মনটা যেত ভরে!
সাহস দিতেন সামনে যাবার বাবা আঁধার রাতে,
আলোর বাতি ধরিয়ে দিতেন তাঁর খোকনের হাতে।
স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে ছিলেন ছেলেবেলার বাঁকে,
স্মৃতির উঠোন জুড়ে জ্বলে জোনাক ঝাঁকে ঝাঁকে!
রাত্রি যেত স্বপ্ন দেখে বিকেল যেত খেলায়,
বাবা ছিলেন সুপারহিরো রঙিন ছেলেবেলায়!