বাবা-ছেলে মিলে ব্যাটারি রিকশা ছিনতাই

রিকশার চাকা এবং যন্ত্রাংশসহ চক্রের আরও ১ সদস্য গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পটিয়ায় বাবাছেলেসহ ব্যাটারিচালিত রিকশা ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার কামাল উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন এমদাদ (২০), পটুয়াখালী জেলার জৈনকাঠি ইউপির মৃত ইউনুছ আলী খানের ছেলে কবিরুল ইসলাম (৪৩) ও তার ছেলে ইসমাইল হোসেন ইমন (২১)। কবিরুল ও ছেলে ইমন বর্তমানে শোভনদন্ডী ইউনিয়নের কালিয়াইশ এখলাছুর রহমানের ভাড়া বাসায় বসবাস করেন। তারা পিতাপুত্র অন্যদের সঙ্গে মিলে ব্যাটারি রিকশা ছিনতাই চক্র গড়ে তুলেছে। গতকাল বুধবার উপজেলার কচুয়াই ও শোভনদন্ডী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় একটি ছিনতাইকৃত ব্যাটারি রিকশার চাকা এবং বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার কেলিশহর ইউনিয়নের হতদরিদ্র সুজন সর্দ্দার ব্যাটারি রিকশা চালক চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি রিজার্ভ ভাড়ায় তাকে পটিয়া পৌরসভার ছবুর রোড থেকে ভাটিখাইন ইউনিয়নের স্টিল ব্রিজ সংলগ্ন মাসুদের মুরগীর ফার্মের সামনে নিয়ে যায়। সেখানে গিয়ে আরো ৩ ছিনতাইকারীর সহায়তায় সুজন সর্দ্দারকে মারধর করে রিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল ১২ মার্চ পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে পুলিশ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় এমদাদের তাদের হেফাজত থেকে ব্যাটারি রিকশার তিনটি চাকা এবং দুইটি এক্সেল উদ্ধার করা হয়।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরমধ্যে আমজাদ হোসেন এমদাদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধধর্ষণের প্রতিবাদে মশাল মিছিল,বিক্ষোভ ও মানববন্ধন
পরবর্তী নিবন্ধধর্ষণচেষ্টার কারণে উপাধ্যক্ষকে খুন