বাবার সাথে বাড়ি ফেরা হলো না আদিলের

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ নভেম্বর, ২০২১ at ৮:৫৬ পূর্বাহ্ণ

শিকলবাহা খালে বালু বোঝাই বাল্ক হেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ আদিল (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সে পটিয়া উপজেলার চরকানাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শিকলবাহা খালের পটিয়া-কর্ণফুলী সীমান্তে শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আদিল পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকার আল্লামা ওবায়দুল হকের পুত্র। জানা গেছে,ওবায়দুল হক তার পুত্র আদিলকে সাথে নিয়ে শুক্রবার চট্টগ্রাম নগরী থেকে শিকলবাহা হয়ে কালারপুর আখতারুজ্জামান সেতু এলাকা দিয়ে নৌকা নিয়ে পটিয়ার বাড়িতে ফিরছেন। তাদের বহনকারী নৌকাটি মাঝামাঝিতে এলে বাল্ক হেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে নৌকাতে থাকা আদিলের পিতাসহ ৭/৮ জন খালে পড়ে যায়। ঘটনার পর নৌ-পুলিশের একটি ডুবুরি টিম উদ্ধার কার্যক্রম চালায়। তবে সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ আদিলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট নৌ-পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশের একটি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। নিখোঁজ আদিলকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাছাড়া উদ্ধার কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে। কাল (আজ শনিবার) পুনরায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পর্যটকবাহী গাড়ির ভাড়া বেড়েছে ৬শ টাকা
পরবর্তী নিবন্ধসেমির স্বপ্ন উজ্জ্বল নিউজিল্যান্ডের