বাবার বিয়ে মাতালেন ফারহান কন্যারা

| শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৫ পূর্বাহ্ণ

বলিউড নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার তার দীর্ঘ দিনের প্রেমিকা শিবানী ডান্ডেকারের সঙ্গে ঘর বেঁধেছেন। গত শনিবার তাদের চার হাত এক হয়েছে। এটি ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে অধুনা ভবানীর সঙ্গে ঘর বেঁধেছিলেন এই তারকা। সে সংসারে তাদের রয়েছে দুই মেয়ে শাক্য ও আকিরা। শোনা গিয়েছিল, ফারহান-শিবানীর বিয়েতে তারা দুজনই নাকি উপস্থিত থাকবেন। শেষপর্যন্ত সেই গুঞ্জনি সত্য হয়েছে, শাক্য ও আকিরা বাবার বিয়ে দেখতে হাজির ছিলেন। তাদের মা অধুনা ভবানীর সঙ্গে ২০১৭ সালে ফারহানের বিচ্ছেদ ঘটে।
একটু দেরিতে বিয়ের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন ফারহান। আর সেখানেই জল্পনা সত্যি হতে দেখা যায়। দুই মেয়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন ফারহান।

পূর্ববর্তী নিবন্ধশুরু হচ্ছে ‘নদী রক্স’
পরবর্তী নিবন্ধরুশ আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার অভিনেত্রী