বাবাকে দেখতে গিয়ে লাশ হলেন ফারুক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪১ পূর্বাহ্ণ

সকাল পৌনে ১১টা। নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া এলাকার কাশেম কলোনির তিনতলা ভবনে হঠাৎ বিস্ফোরণ। বিস্ফোরণে নিচতলার একটি কক্ষের দেয়াল চাপা পড়ে প্রাণ হারান ওমর ফারুক (২৩)। তিনি বাঁশখালীর জনৈক রবিউল হোসেনের ছেলে। সৎ মায়ের বাসায় বাবাকে দেখে নিজের বাসায় ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান ফারুক।
স্থানীয়রা জানান, কাশেম কলোনির যে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তার পাশের সরু গলি দিয়ে পেছনের কলোনিতে বাসিন্দাদের প্রবেশ করতে হয়। নিহত ওমর ফারুকের বাবা সৎ মায়ের সাথে ওই কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। বালুছড়া ক্যান্টনমেন্ট এলাকায় পান সিগারেট বিক্রি করেন ফারুকের বাবা। ফারুক নিজ মায়ের সাথে চন্দনপুরা দানা বাপের বাড়ি এলাকায় মামাবাড়িতে মায়ের সাথে বসবাস করেন।
নিহত ফারুকের মামাতো ভাই মিজানুর রহমান আজাদীকে বলেন, ওমর ফারুকের বাবা দুই বিয়ে করেছেন। ফারুক প্রথম বউয়ের ছেলে। তার বাবা আরেকটি বিয়ে করে বালুছড়া এলাকায় বসবাস করেন। শনিবার বাবাকে দেখতে সৎ মায়ের বাসায় গিয়েছিলেন ফারুক। সকালে বাবাকে দেখে নিজের বাসায় ফেরার পথে দুর্ঘটনায় পড়ে মারা যান। তার বাবার গ্রামের বাড়ি বাঁশখালী হলেও ফারুকের বাবা প্রথম স্ত্রীকে (মিজানের ফুফু) বিয়ে করে চন্দনপুরা দানা বাপের বাড়ি এলাকায় বসবাস করতেন। ওখানেই জন্ম ওমর ফারুকের। ফারুক তার মায়ের একমাত্র ছেলে।

পূর্ববর্তী নিবন্ধ১২ ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলার সাত লাখ শিক্ষার্থীর তথ্য মাউশিতে