বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের বাকি তিন ম্যাচ সামনে রেখে পরিকল্পনা হাতে নিয়েছেন দেশের ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের ধারাবাহিক অনুশীলনে রাখার ওয়াদা করেছেন তিনি। প্রতিশ্রুতি পূরণ করতে না পারলে সবাইকে পদত্যাগ করতে বলব-বলেছেন এমন কথাও। বাফুফে ভবনে শনিবার কাতার ম্যাচ ও সামনের তিন ম্যাচ নিয়ে নিজের ভাবনা জানান সালাউদ্দিন। ভারত, আফগানিস্তান ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে শক্তিশালী দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়ার কথাও বলেন সভাপতি। ‘বাছাইয়ে আমাদের আর তিনটা ম্যাচ আছে। তিন ম্যাচের প্রত্যেকটার আগে আমি চার সপ্তাহের ট্রেনিং চাই। দুই সপ্তাহ ফিজিক্যাল ট্রেনিং, দুই সপ্তাহ ম্যাচ খেলব। আমার টার্গেট হলো, এই দুই সপ্তাহে আমি ম্যাচ খেলব মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে শক্তিশালী দলগুলোর সঙ্গে।’ ‘এক একটা ম্যাচ খেলতে আমি দেখেছি বাজেট লাগে দুই কোটি টাকা। তো তিনটা ম্যাচ খেলতে আমার ছয় কোটি টাকা লাগবে। এই ছয় কোটি টাকা আমাকে জোগাড় করতে হবে দ্রুত। তাহলে আমি খেলোয়াড়দের সুযোগ-সুবিধা দিয়ে রেজাল্ট আদায় করতে পারি।’ ‘অস্ট্রেলিয়ার কাছে যখন ৪-০ গোলে হারলাম, তখন থেকে যদি অনুশীলনের ধারাবাহিকতা রাখতে পারতাম, তাহলে হয়ত ভিন্ন ফল দেখা যেত। আজকে আপনাদের কাছে ওয়াদা করলাম, যেভাবেই হোক এই ধারাবাহিকতা আমি রাখব। যদি রাখতে না পারি, আমি আমার গোটা কমিটিকে বলব পদত্যাগ কর। এটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় করুক, যেখান থেকে হোক, সবাইকে দায়িত্ব নিতে হবে। কেননা আমরা একটা জাতি তৈরি করতে চাই। ছেলেদেরকে দোষ দিলে হবে না, আপনাকে তাদেরকে দিতে হবে।’ কদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সালাউদ্দিন। সেরেও উঠেছেন। তবে শরীরটা ভালো না থাকায় কাতারের বিপক্ষে দলের খেলা দেখেননি বলেও জানান বাফুফে সভাপতি।