বান্দরবানে দুই উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীকে মো. আব্দুল কুদ্দুছ ১৯ হাজার ১৪৪ ভোট পেয়ে এবং আলীকদম উপজেলায় দোয়াতকলম প্রতীকে মো. জামাল উদ্দিন ৯ হাজার ৪৭০ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
সদরে নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম জাহাঙ্গীর আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৬৬ ভোট। অপরদিকে আলীকদম উপজেলায় নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবুল কালাম আনারস প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪১৫ ভোট।
অপরদিকে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে মো. ফারুক আহমেদ ১৩ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজ্ঞাসার বড়ুয়া পাপন (টিয়া পাখী) পেয়েছে ৭ হাজার ৭৫১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ হাজার ৯০ ভোট পেয়ে প্রজাপতি প্রতীকের মেহাইনু মারমা নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানজিদা আক্তার (কলস) পেয়েছেন ৫ হাজার ৮০৬ ভোট। অপরদিকে আলীকদম উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে মো. রিটন ৯ হাজার ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কফিল উদ্দিন (টিউবওয়েল) পেয়েছেন ৭ হাজার ৩১৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে শিরিনা আক্তার ৮ হাজার ৫৮৪ পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার (পদ্মফুল) পেয়েছেন ৭ হাজার ৪৭২ ভোট।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে ৬৬টি ভোট কেন্দ্রের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।