বান্দরবান কারাগারের ২২ বন্দী চট্টগ্রাম কারাগারে

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

বান্দরবান জেলা কারাগার থেকে ২২ জন বন্দীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। গতকাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের স্থানান্তর করা হয়। ২২ বন্দী হলেন, সালেহ আহম্মদ প্রকাশ সাইহা, মো. সাদিকুর রহমান প্রকাশ সুমন ফারকুন, মো. বায়জিদ ইসলাম প্রকাশ মোয়াজ ও নিজাম উদ্দীন প্রকাশ হিরন। এ চারজন জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। বাকীরা হলেন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য। তারা হলেন, বিলিলাল কাফ জুয়ালা, সিং নোয়াই সাং বম, ভান লম বম, মুনথিন বম, রেমঙির লনচেও, ভানলাল রোয়াল বম, মালসম বম, সাংথোয়াই বম, ত্নিং লিয়ান বম, আদত বম, লিয়ান জুয়াম বম, জৌখন সাং বম, মামুন বম, ভান নুয়াম সাং বম, জিং খান বম, জিম নেম সাং বম, ভান লিম সাং বম ও লাল অপ সাং বম। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মঞ্জুর হোসেন আজাদীকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ (গতকাল) দুপুরে ২২ জন বন্দী বান্দরবান কারাগার থেকে আমাদের কারাগারে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকারামুক্ত হলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ
পরবর্তী নিবন্ধচবির ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম দিনে উপস্থিত ৮১ শতাংশ