বান্দরবান এবং কুমিল্লা জেলা দলের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বিভাগীয় বঙ্গবন্ধু কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৭:৫৮ পূর্বাহ্ণ

স্বাগতিক বান্দরবান জেলা এবং কুমিল্লা জেলা দলের মধ্যকার ম্যাচ দিয়ে আগামী ২৮ নভেম্বর মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে মোট ১০টি জেলা দল অংশ নিচ্ছে। আগামী ৩০ নভেম্বর বান্দরবান পর্বের খেলা শেষে ৪ ডিসেম্বর থেকে শুরু হবে চট্টগ্রাম পর্বের খেলা। চট্টগ্রাম বিভাগের ১০টি জেলা দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের প্রথম পর্ব। এরপর সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে। ১১ ডিসিম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা। মুজিব বর্ষ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করছে। গতকাল সিজেকেএস সম্মেলন কক্ষে টুর্নামেন্টের গ্রুপিং এবং ফিকশ্চার প্রনয়ন করা হয়। যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে বান্দরবান জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি জেলা, কুমিল্লা জেলা এবং লক্ষীপুর জেলা। অপরদিকে ‘বি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম জেলা, ফেনী জেলা, নোয়াখালী জেলা, বি-বাড়িয়া জেলা এবং চাঁদপুর জেলা।
বান্দরবান ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কক্সবাজার জেলা এবং রাঙ্গামাটি জেলা। প্রথম দুই ম্যাচের বিজয়ী দলের মধ্যে দ্বিতীয় ম্যাচের বিজয়ী দলে সরাসরি সেমিফাইনালে উন্নীত হবে। অপরদিকে লক্ষীপুর জেলা এবং প্রথম ম্যাচের বিজয়ী দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দল পাবে সেমিফাইনালের টিকিট। একইভাবে চট্টগ্রাম ভেন্যুতে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা এবং ফেনী জেলা দল। ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী জেলা এবং চাঁদপুর জেলা। এই দুই ম্যাচের বিজয়ী দলের মধ্যে চট্টগ্রাম এবং ফেনী জেলা দলের মধ্যকার ম্যাচের বিজয়ী দল সরাসরি যাবে সেমিফাইনালে। অপরদিকে নোয়াখালী এবং চাঁদপুর জেলা দলের বিজয়ী দল খেলবে বি-বাড়িয়ো জেলা দলের বিপক্ষে। এই ম্যাচের বিজয়ী দল খেলবে সেমিফাইনালে। গতকালের ড্র অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলহাজ্ব আলি আব্বাস, সাধারন সম্পাদক সিরাজুদ্দিন মোঃ আলমগীর। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেণ বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তাহের উল আলম চৌধুরী স্বপন, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস.এম. শহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, নির্বাহি সদস্য এবং ফুটবল সম্পাদক মোহাম্মদ ইউসুফ, নির্বাহি সদস্য ওয়াহিদ দুলাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকাতারে প্রস্তুতি ম্যাচে কোন বড় দলকে পাচ্ছে না বাংলাদেশ
পরবর্তী নিবন্ধজরিমানার মুখে অ্যাপল