বান্দরবান উপজেলা আ’লীগের সম্মেলন

মংপু সভাপতি, নাছির সম্পাদক

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

দীর্ঘ ছয় বছর পর বান্দরবান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা গোপন ব্যালটে ১৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী পাইহ্লা অং মারমা পেয়েছেন ৭৩ ভোট।

অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাছির উদ্দিন প্রকাশ মং নাছির। গতকাল মঙ্গলবার বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাস, যুগ্মসম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত দাস, পৌরসভার মেয়র সৌরভ দাস শেখর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা বলেন, আওয়ামী লীগ পরিচ্ছন্ন রাজনীতি করতে পছন্দ করে। দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা মেনে নেয়া হবেনা। যোগ্যরাই নির্বাচিত হয়েছে। নতুন নেতৃত্বের সাথে মিলেমিশে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপানি সমস্যা নিরসনে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু