বান্দরবানে ১ হাজার ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৫:৫৭ অপরাহ্ণ

বান্দরবানের থানচিতে বিজিবি-বনবিভাগ যৌথ অভিযানে এক হাজার ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
বনবিভাগ ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের ইয়াংনং পাড়ার ম্রওয়া ঝিরিতে বিজিবি ও বন বিভাগের যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য মজুদ রাখা ৩শ’ ৬৫ টুকরা অর্থাৎ ১ হাজার ২৬ ঘনফুট অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। এর মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন বিভাগের থানচি রেঞ্জ কর্মকর্তা আব্দুল মতিন সরকার বলেন, “অবৈধভাবে গাছ, কর্তন ও পাচার প্রতিরোধে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে পরিচালিত অভিযানে ৩৬৫ টুকরা অবৈধ গর্জন কাঠ জব্দ করা হয়েছে। তবে এই কাঠের মালিককে খুঁজে না পাওয়ায় অজ্ঞাত মামলার প্রক্রিয়াধীন রয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধজর্জিয়ায় এগিয়ে গেলেন বাইডেন
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু