বান্দরবানে সড়কের পাশে একজনের লাশ

বান্দরবান প্রতিনিধি | বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বান্দরবানে সুয়ালকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মোহাম্মদ ফরিদ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সাতকানিয়ার কেউচিয়া গ্রামের রশীদ আহম্মদের পুত্র।
পুলিশ জানায়, সুয়ালক ইউনিয়নের বান্দরবান-গোয়ালিখোলা সড়কের লামার পাড়া ইটভাটা এলাকায় রাস্তার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন চৌধুরী জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এরপর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। মামলার প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধযাকে হত্যা, তার মায়ের কাছেই আশ্রয় নেয় খুনি
পরবর্তী নিবন্ধমাদক থেকে মদকে আলাদা, সিদ্ধান্ত আলোচনায়