বান্দরবানে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানের আলীকদমে পাহাড়িদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বান্দরবান ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এসব সামগ্রী বিতরণ করেন।এসময় অন্যান্যদের মধ্যে আলীকদম জোনের অধিনায়ক লে. কর্নেল শওকাতুল মোনায়েম সহকারি কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) তবিদুর রহমান, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। আলীকদম উপজেলার অবহেলিত ও বঞ্চিত ছাত্র ছাত্রীদের শিক্ষার উন্নয়ন ঘটাতে, আলীকদম জোনের সার্বিক তত্বাবধানে রিজিয়ন কমান্ডার, বান্দরবান কর্তৃক আলীকদম মুরং কমপ্ল্লেঙের ১৩০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সহায়ক সামগ্রী, খেলাধুলা সামগ্রী ও সাংস্কৃতিক শিক্ষা সরঞ্জাম দেওয়া হয়। তাছাড়া ১৩০ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ এবং ৩৫০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশম্ভু রক্ষিত অবিস্মরণীয় এক কবি
পরবর্তী নিবন্ধঅনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সভা