বান্দরবানে সার্কিট হাউসের কর্মচারী ইয়াবাসহ গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

বান্দরবানে পৃথক অভিযানে জেলা প্রশাসনের সার্কিট হাউসের চতুর্থ শ্রেণীর কর্মচারীসহ ৩ জনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুলের রাস্তা থেকে ইয়াবা ট্যাবলেটসহ জেলা প্রশাসন কার্যালয়ের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার নাম এসএম হোছাইন টিটু (৩০)। এদিকে শহরের চৌধুরী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফয়জুল করিম (২৬) ও যিশু দাশ (২৩)। এ সময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বান্দরবান এপিবিএনের উপপরিদর্শক মো. মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ ইটভাটায় বিবর্ণ চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধপটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর