বান্দরবানে সামরিক শাখার প্রধান রণবীরসহ ২ জঙ্গি তিনদিনের রিমান্ডে

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বান্দরবানে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীরসহ ২ জঙ্গির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এ রিমান্ড মঞ্জুর করেন। এরা হলো কথিত জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)। বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ।

আদালত সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড় পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলোসিলেটের শাহপরাণ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুকুর রহমান ওরফে রণবীর (৪৪) এবং মাদারীপুরের রাজৈর এলাকার মৃত আব্দুর রউপ মৃধার ছেলে আবুল বাসার মৃধা (৪৪)

গ্রেপ্তারের পর গত ২৪ জানুয়ারি দুই জঙ্গিকে বান্দরবান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার এর আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহী উক্ত মামলায় ২ জনকে বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পূর্ববর্তী নিবন্ধরিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’র স্টল বরাদ্দ সম্পন্ন
পরবর্তী নিবন্ধফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা