বান্দরবানে ভাল্লুকের আক্রমণে বৃদ্ধ আহত

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ১৪ মার্চ, ২০২১ at ৩:৪৭ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে ভাল্লুকের আক্রমণে পাহাড়ি কৃষক আহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সমথং পাড়া এলাকায় ঝিরিতে জাল থেকে মাছ ধরার সময় ভাল্লুকের আক্রমণ চালায়।

এসময় ক্রইল মুরং (৭৬) নামে পাহাড়ি কৃষক আহত হয়েছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনীর বলাইপাড়া আভার্মিয় ক্যাম্পের সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে বলাই পাড়া আর্মি ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর সার্জেন্ট আনিস বলেন, সমথং পাড়া এবং কনসম পাড়া যাবার মাঝের ঝিরিতে মাছ ধরার জাল পেতে আসে কৃষক। জালের মাছ ধরতে গিয়ে ভাল্লুকের আক্রমণের শিকার হয়। আক্রান্ত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে চট্টগ্রাম নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধবিবিআরডিসি’র প্রাক-বাজেট আলোচনায় করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টির তাগিদ