বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের উদ্যোগে বান্দরবানে ‘স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ৫৪টি জেলার সাথে সমন্বয় রেখে বান্দরবান সেনানিবাস এলাকায় প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাহিদুল ইসলাম খাঁন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান ৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে.কর্ণেল মো. সফিকুর রহমানসহ সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং বিএনসিসি ক্যাডেটরা।
এসময় বিএনসিসির কর্ণফুলী রেজিমেন্টের ১৫ বিএনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে বিএনসিসি ক্যাডেটদের নেতৃত্বে সেনানিবাস এলাকা থেকে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধমূলক একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বান্দরবানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় সড়কের পথচারীদের বিভিন্ন সচেতনমুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেন বিএনসিসি ক্যাডেটরা।