বান্দরবানে বন্যহাতির আক্রমণে এক পাহাড়ির মৃত্যু হয়েছে। নিহতের নাম চিংথা থুই (৪৫)। তার বাড়ি লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাগান পাড়া এলাকায়। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুবাদান পাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালায়। এ সময় বন্যহাতির আক্রমণে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পাহাড়ি চিংথা থুইকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ফাইতং ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বলেন, বন্যহাতির একটা দল প্রায় সময় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। ফাইতং ও ফাসিয়াখালী দুটো ইউনিয়নের পাহাড়ি এলাকাগুলোতে বিচরণ করতে দেখা যায় ৭/৮টি হাতি।