বান্দরবানে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে গোসলে নেমে নিখোঁজ এক

বান্দরবান ও কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

বান্দরবানের রোয়াংছড়িতে দর্শণীয় স্থান দেবতাকুমে পানিতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃক্সখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, জেলার দেবতাকুমে ভ্রমণে যান গোপালগঞ্জের কাশিয়ানি এলাকার ১৫ জনের একটি পর্যটক গ্রুপ। এসময় পানিতে পড়ে ডুবে মারা যায় একজন পর্যটক। খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট গাইডরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের নাম মো. ফেরদৌস (২৭)। সে গোপালগঞ্জে কাশিয়ানি এলাকার লোকমান সর্দার ও নাসিমা বেগমের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবীর জানান, দেবতাকুম ভ্রমণে গিয়ে পানিতে ডুবে একজন পর্যটক মারা গেছে। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে সাইফুল আসাদ (১৮) নামের স্থানীয় এক পর্যটক নিখোঁজ রয়েছেন। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে সৈকতের সী গাল পয়েন্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল আসাদ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়া এলাকার মোহাম্মদ নাসিরের ছেলে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমদ জানান, রবিবার সকালে চকরিয়া থেকে ২০ জনের একটি দল কক্সবাজার ভ্রমণে আসে। তারা সকালে হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে দুপুরে তাদের ৬জন সী গাল সৈকত পয়েন্টে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে পানির স্রোতে সাইফুল ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালালেও কোথাও তাকে খোঁজে পাওয়া যায়নি।
উল্লেখ্য, এ নিয়ে গত দুই মাসে সাগরে ডুবে ৬ জন পর্যটক নিহত ও নিখোঁজ হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়কে মুছে গেল জীবনের রং
পরবর্তী নিবন্ধরূপপুরের স্বপ্ন পূরণে বড় অগ্রগতি