বান্দরবানে তিনজনের যাবজ্জীবন ও একজনের ২০ বছরের কারাদণ্ড

অস্ত্র-মাদক মামলা

বান্দরবান প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ মার্চ, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

বান্দরবানে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় একজনের ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের দুজন বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এহ্‌সানুল হক মাদকদ্রব্য আইনের মামলায় ৩জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- দুই সহোদর মো. রশিদ প্রকাশ পুতিয়া, লুৎফর রহমান রহমান এবং সৈয়দ আলম প্রকাশ বদি খলিফা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মফিজুর রহমান, মো. করিম প্রকাশ বাবুল ও রেজাউল করিম নামে আরও তিন জনকে খালাস দেওয়া হয়েছে।
অপরদিকে অস্ত্র আইনের অপর একটি মামলায় ১ আসামিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু হানিফ। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- উনু থোয়াই চি মারমা। সে বান্দরবান সদরের রেইচা দুমকি পাড়ার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, ওনু থোয়াই চি মারমাকে ১৮৭৪ এর ১৯ (এ) ধারার অপরাধে ১২ বছর এবং একই আইনের ১৯ (এফ) ধারার অপরাধে ৮ বছরসহ মোট ২০বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধটাইগাররা উজ্জীবিত, আরেকটি ইতিহাস গড়ার হাতছানি
পরবর্তী নিবন্ধদেড়লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার