বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক তঞ্চঙ্গ্যা রক্সির (২৯) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের বটতলা এলাকায় নিজবাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের বরাত দিয়ে আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেন, ছাত্রলীগ নেতা রক্সির মা ভোরে কাজে গেলে তিনি একা বাড়িতে ছিলেন। পরে দুপুরের দিকে মা ঘরে ফিরে ছেলের রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও না খোলায় তিনি লোকজন ডেকে এনে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অনিক তঞ্চঙ্গ্যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার হাতের লেখা চিরকুট দেখে ধারণা করা হচ্ছে পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।