বান্দরবানে চা শিল্প বিষয়ে মতবিনিময়

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ চা বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘এক্সটেনশন অব স্মল হোল্ডিং টি কাল্টিভেশন ইন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা শিল্পের সাথে সম্পৃক্ত অংশীজনদের নিয়ে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। বিশেষ অতিথি ছিলেন রুমা উপজেলা পরিষদ চেয়ারম্যান উহ্লাচিং মার্মা। এছাড়াও বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প পরিচালক সুমন সিকদার, বৈজ্ঞানিক কর্মকর্তা দুলাল চন্দ্র দে, রুমা উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, রুমা উপজেলার ক্ষুদ্রায়তন চা চাষীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি রুমা উপজেলায় চা সম্প্রসারণ আবাদ বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। এছাড়াও বাংলাদেশ চা বোর্ড কর্তৃক রুমা উপজেলায় চা চাষ সম্প্রসারণে সর্বাত্মক কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা আজিজুল হক শেরে বাংলার মাজার পুন:নির্মাণ কমিটির সভা
পরবর্তী নিবন্ধনোংরা পরিবেশের জন্য জরিমানা গুনল চার রেস্টুরেন্ট