বান্দরবানে গাছ পাচারের হাতি ও মাহুত আটক

আজাদী অনলাইন | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:৫৫ অপরাহ্ণ

বান্দরবানের লামার প্রাকৃতিক বন থেকে কেটে নেওয়া গাছ পাচারের কাজে ব্যবহৃত হাতি ও এর মাহুতকে আটক করেছে বনবিভাগ। পাশাপাশি কেটে রাখা গাছও জব্দ করা হয়েছে।

আজ শনিবার লামা বন বিভাগের উদ্যোগে লেমু পালং মৌজার অন্তর্গত লেমু পালং খাল ও শিলঝিরি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

হাতি ও এর মাহুতকে আটকের বিষয়টি নিশ্চিত করে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল বলেন, আটক মাহুত ও হাতিটিকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ৪ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগে ‘ফুফা’ গ্রেফতার
পরবর্তী নিবন্ধট্রেন দুর্ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে : ফজলে করিম এমপি