ট্রেন দুর্ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে : ফজলে করিম এমপি

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৬:০৫ অপরাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম রেলপথ। কুমিল্লার লাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় যারা জড়িত আছে, সেসব দোষী ব্যক্তিদের খতিয়ে দেখে দ্রুত আইনের আওতায় আনা হবে।

সেই সাথে রেললাইন পাহাড়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণকে এগিয়ে আসতে হবে।

১৭ মার্চ (রবিবার) চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়। আজ ২৩ মার্চ (শনিবার) কুমিল্লার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান এবিএম ফজলে করিম চৌধুরী এমপির নেতৃত্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধিদল।

এসময় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন নাহার, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, ডিজি সর্দার শাহাদাত হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, রেলওয়ে পূর্বাঞ্চলের জিএম নাজমুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা, রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে গাছ পাচারের হাতি ও মাহুত আটক
পরবর্তী নিবন্ধইউপি সদস্যের ঘু’ষিতে ব্যাংকার আহত