বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৮টি স্বর্ণের বার উদ্ধার

আটক স্বামী-স্ত্রী

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১২:২৬ পূর্বাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্ত থেকে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত অঞ্চলের প্রধানজিরি গ্রামের বাসিন্দা মো. ফারুকের বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
এসময় সীমান্তবর্তী বসতবাড়িটি তল্লাশি করে ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয় যেগুলোর ওজন ১৪ ভরি ৪ আনা ৩ রত্তি।
এ ঘটনায় দু’জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিরা হলেন মো. ফারুক এবং তার স্ত্রী মরিয়ম বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন সিকদার জানান, মিয়ানমার সীমান্ত পেরিয়ে বিপুল স্বর্ণ পাচারের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে এমন খবর পেয়ে সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে স্বর্ণের বার সহ ২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় একটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, মিয়ানমার সীমান্ত অঞ্চলে বসবাসরত একটি চক্র আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্বর্ণ, মাদকসহ চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে। এই চক্রের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলা চ্যানেল পাড়ি দিলেন ৪৩ সাঁতারু
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত পরিবারে বাংলাদেশ পজেটিভের শীতবস্ত্র বিতরণ