বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ২৩০ বোতল বিয়ার সহ ২ যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
আটক যুবকরা হলো রেজাউল করিম (৩৩) ও নুর হোসেন (১৭)। তাদের বাড়ি ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী ও হেডম্যানপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী ঘোনারপাড়া আলুখোলা সড়কে অভিযান চালায়।
এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এসময় গাড়িটিও জব্দ করে পুলিশ।
এ ঘটনায় পুলিশ মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে ২ যুবককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম অভিযান পরিচালনা করে বিয়ার উদ্ধার করেছে। আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।