বানের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাঙামাটিতে নিখোঁজ স্কুল ছাত্রের হদিস মিলেনি

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে খেলার সময় বানের পানিতে ডুবে সুহামণি চাকমা (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার দিকে বঙ্গলতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার জানান, সন্ধ্যার সময় বঙ্গলতলী ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী খেলতে গিয়ে পানি ডুবে মারা গেছে। একই উপজেলায় পরপর দুটি শিশু পানিতে ডুবে নিখোঁজ ও মারা যাওয়ার বিষয়টি খুব দুঃখজনক। পানি বাড়লে অভিভাবকদের নিজ নিজ সন্তানের দিকে একটু খেয়াল রাখা দরকার।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে বন্যার পানি দেখে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় পা পিছলে স্রোতে ভেসে একই উপজেলার বাঘাইছড়ি গ্রামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও ওই স্কুলছাত্রের এখনো হদিস মেলেনি।

পূর্ববর্তী নিবন্ধ১২ উপজেলায় নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ
পরবর্তী নিবন্ধটেকসই উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে হবে : অর্থ প্রতিমন্ত্রী