লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগংয়ের সহযোগিতায় বাদুরতলা সৃজনশীল ক্লাবের উপদেষ্টা ও প্রতিবন্ধী সোসাইটির প্রতিষ্ঠাতা সেক্রেটারি জাহেদুল আলমের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের জন্য সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সভাপতি লায়ন আবু নাসের রনির সভাপতিত্বে সেবা কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুলকবহর ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সোরয়ার্দী, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন মোসাদ্দেক শরীফ মানিক, লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, লায়ন এস কে পালিত, লায়ন সাধন ধর, লায়ন সোহেল খান, লায়ন নাজমুল সাকের, লায়ন সাইফুল ইসলাম সাইফ, লিও ক্লাব সেক্রেটারি লিও মুনতাসীর, লিও সাহিল, লিও শাহরিয়ার, লিও জাওয়াদ, লিও বাঁধন, লিও সাইমুর, লিও নিপা, লিও নওশিন, শহিদুল আলম খসরু, আনোয়ার আলম পারভেজ, অধ্যাপক জসিম উদ্দিন, সিদ্দিকুল ইসলাম, হারুনুর রশিদ জাসেদ প্রমুখ। পরে অতিথিদের সাথে নিয়ে ১০০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে কম্বল, শুকনো খাবার ও মাস্ক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।