বাদল সময়ের সাহসী রাজনীতিবিদ

জাসদের স্মরণভায় বক্তারা

| মঙ্গলবার , ৯ নভেম্বর, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

জাসদ উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার উদ্যোগে গতকাল সোমবার মহানগর জাসদ সভাপতি আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মঈনউদ্দিন খান বাদলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্থানীয় দোস্ত বিল্ডিং কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মঈনউদ্দিন খান বাদলকে একজন জাতীয় বীর, সময়ের সাহসী রাজনীতিবিদ ও অসাম্প্রদায়িক চেতনার বলিষ্ঠ কণ্ঠস্বর। জনগণের পক্ষে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অন্যায়, লুটপাট ও দুঃশাসনের প্রতিবাদে কথা বলার জন্য সাহসী রাজনীতিবিদ নেই বললেই চলে। এই দুঃসময়ে বাদলের মতো সাহসী রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল। নেতৃবৃন্দ জাতির এই ক্রান্তিলগ্নে ডিজেল-কেরোসিন ও অন্যান্য জ্বালানির মূল্য কমানো ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করে কোটি কোটি জনগণকে শান্তিতে বাঁচার সুযোগ প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানান।
সভায় বক্তব্য দেন, জাসদ স্থায়ী কমিটির সদস্য ইন্দু নন্দন দত্ত, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাড. আবু মোহাম্মদ হাশেম, কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা জাসদের সভাপতি ভানু রঞ্জন চক্রবর্তী, দক্ষিণ জেলা সম্পাদক স্বপন চৌধুরী, উত্তর জেলা সম্পাদক এস এম আখতারুল আলম, মহানগর সম্পাদক মাহবুবুল হক, জাসদ নেতা মো. ইউসুফ, অধ্যক্ষ সমীর দাশ, আবদুল লতিফ, হায়দার আলী, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
পরবর্তী নিবন্ধঅনলাইনে বিএইচবিএফসি’র ঋণের কিস্তি জমা পদ্ধতি উদ্বোধন