ইন্দোনেশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স হিদায়াত আইজাহ করোনাকালীন বাংলাদেশের অর্থনীতি ও মহামারি মোকাবেলায় বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেছেন, বাংলাদেশ ও চীন যৌথ উদ্যোগে কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি প্রমাণ করে বাংলাদেশ এ অঞ্চলের অর্থনীতির সুপার পাওয়ার হতে যাচ্ছে। তিনি করোনা মোকাবেলায় ইন্দোনেশিয়ার সরকারকে ওষুধ ও চিকিৎসাসামগ্রী দেওয়ায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে উভয় দেশ ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন। গতকাল রোববার বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স হিদায়াত আতজেহ চট্টগ্রাম চেম্বারের পরিচালকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), সিরাজুল ইসলাম, অঞ্জন শেখর দাশ, শাহজাদা মো. ফৌজুল আলেফ খান, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, ইফতেখার ফয়সাল ও তানভীর মোস্তফা চৌধুরী, দূতাবাসের থার্ড সেক্রেটারি সপ্তা এন. দনঞ্জয় উপস্থিত ছিলেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলম বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে বলেন, অমিত সম্ভাবনা থাকা সত্ত্বেও উভয় দেশের ব্যবসা ও বিনিয়োগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। তিনি পারস্পরিক সম্পর্কোন্নয়নে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন তথা বেসরকারি খাতের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।