পৃথিবীটা যে ব্যবসার জায়গা ভাইজান,
বাণিজ্যে বসতে লক্ষ্মী।
ব্যবসায়ী আপনি হতে পারবেন না বলেই,
তবেই তো কবি হয়েছেন।
অপ্রাপ্তির হোঁচটের বেদনায় দুঃখ করবেন না।
আপনাদের মতো কিছু কিছু
মনুষ্যের জন্যেই তো, দুঃখগুলোও হয় কবিতা।
কবিতা নিয়েও ব্যবসায়ীর ব্যবসা হয় ভাইজান,
বাজারী বিশ্বে সবই পণ্য।
জাতধর্মপ্রেমসম্পর্ক – কারুরই কেনো ছাড় নেই,
কেবল চোখের পর্দাটাকে উলটে ফেলতে হবে।
বাণিজ্যের বস্তিতে অবৈধ বলতে কিচ্ছুটি নেই !