বাজালিয়া সমিতির সংবর্ধনা সভা

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

বাজালিয়া সমিতি চট্টগ্রাম কার্য নির্বাহী পরিষদের উদ্যোগে এক সংবর্ধনা সভা গত ১৫ জুন সমিতির সভাপতি একেএম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাজালিয়া সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক আকতার কামাল চৌধুরী সাতকানিয়া উপজেলার বাজালিয়া শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনিত হওয়ায় এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
সালাহউদ্দিন শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি আকতার কামাল চৌধুরী, উপদেষ্টা মন্ডলীর সদস্য লায়ন শহীদুল্লাহ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, আনোয়ারুল হক চৌধুরী, এনামুল হক চৌধুরী, নুরুল মোকতার মীর, সমিতির কার্য নির্বাহী পরিষদের কর্মকর্তা তুষার কান্তি বড়ুয়া, আসলাম উদ্দীন, হেলাল উদ্দীন চৌধুরী, হারুনুর রশিদ, রফিকুল ইসলাম চৌধুরী, মোজাফ্‌ফর আহমদ, এডভোকেট শোয়েব আলী চৌধুরী, সালাহউদ্দিন, নাজিম উদ্দিন। সংবর্ধনা সভার শুরুতে বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি লায়ন জাফর উল্লাহ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে সমিতির পক্ষ থেকে শোক জ্ঞাপন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পুরনো গৌরব ফিরিয়ে আনার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি, আহত ২
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ২৪০০ ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি গ্রেপ্তার