আগামী মাসের প্রথম সাপ্তাহে রমজানের রোজা শুরু। এই নিয়ে মুসলমানদের একটি বাড়তি আনন্দ থাকে। সেহেরী, ইফতার, তারাবিহ্, ইবাদত ইত্যাদির মধ্যে দিয়েই পুরোমাস অতিবাহিত হয়। প্রতি বছর দেখা যায় রমজানের আগে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষদের ভোগান্তির মুখে ঠেলে দেয়। এতে নিম্ন মধ্যবৃত্ত পরিবারের আহাজারি শুরু হয়। বিত্তবানরা তাদের তো অর্থ সম্পত্তি রয়েছে, গরীব সাহায্য সহোযোগিতা পেয়েই দিন কাটায়। কিন্তু মধ্যবৃত্ত পরিবারের প্রতি কেউ নজর দেয় না। তারাও মুখ লজ্জার কারণে কারো কাছে চায়তে পারে না। নিজের উপার্জন দিয়ে পরিবারের সাথে সুখে জীবন চলতে চায় তারা। কিন্তু পণ্যের দাম উর্ধগতির কারণে অনেক সময় নিজের সুখে চিন্তার আগুন লাগে। পণ্যের দাম আয় ক্ষমতার মধ্যে থাকলেই সুখে জীবন চলতে পারবে। তাই বাজার তদারিকর সাথে জড়িত ব্যক্তিদের কাছে অনুরোধ সুষ্ট বাজার মনিটরিং এর ব্যবস্থা করে বাজার নিয়ন্ত্রণ করা।
মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম
হালিশহর মুনিরনগর,
মুন্সীপাড়া, চট্টগ্রাম।